বাঘা প্রতিনিধি: ঋণের দায় থেকে মুক্তি পেতে রাজশাহীর বাঘায় বিষপানে জিল্লুর রহমান (৩৫) নামের এক পরিবহন শ্রমিক আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার ভোর রাত ৩ টার দিকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ব্যক্তি বাঘা পৌরসভার ১ নং ওয়ার্ডের চকছাতারী গ্রামের মৃত ইনছার মন্ডলের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে নিজ বাড়িতে জিল্লুর বিষপান করে। পরে পরিবারের লোকজন জানতে পেরে তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
যাায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। নিহতের স্বজনদের দাবি, ধার দেনার কারণে জিল্লুর আত্মহত্যা করেছে। তার স্ত্রীসহ দুইটি সন্তান রয়েছে। এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হওয়ায় রাজপাড়া থানা আইনগত ব্যবস্থা নিবেন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০