পাবনা প্রতিনিধি: আনন্দ উৎসবে পালিত হয়েছে ইতিহাস-ঐতিহ্যে ভরপুর উত্তরের প্রাচীনতম জেলা পাবনার ১৯০ তম জন্মদিন। এ উপলক্ষে মঙ্গলবার সকালে ফেসবুক গ্রæপ ‘পাবনাইয়া’ এর উদ্যোগে সরকারি এডওয়ার্ড কলেজ চত্বরে কেক কেটে আনন্দ ভাগাভাগি করে নেন সকলে।
প্রদর্শন করা হয় ‘পাবনাইয়া’ লেখা দৃষ্টি নন্দন শৈল্পিক মানব লোগো। এরপর সেখান থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পাবনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত পথসভা। এ সময় সকলে জেলার ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখার প্রত্যয় ব্যাক্ত করেন।
শেষে কলেজে এসে একত্রিত হয়ে নেচে গেয়ে আর রংয়ের পরশে পরস্পর মেতে ওঠে সকলে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো.জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ফেসবুক গ্রæপ পাবনাইয়া এর অ্যাডমিন পল্লব হোসেন, মহব্বত উল্লাহসহ অসংখ্য মানুষ অংশ নেন।
খবর২৪ঘণ্টা, /জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০