নাটোর প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে নাটোরে পালিত হচ্ছে খ্রিষ্টান ধর্মম্বলীদের সব চেয়ে বড় উৎসব শুভ বড় দিন। এ উপলক্ষ্যে জেলার সবচেয়ে বড় ক্যাথলিক চার্চ বনপাড়া সহ জেলার ছোট বড় ২৩ টি চার্চে সকালে ঘন্টার ধ্বনি শুনে দলে দলে গীর্জায় আসতে শুরু করে খ্রিষ্টান সম্প্রদায়ের নারী-পুরুষ,শিশু-বৃদ্ধরা। চার্চে স্তুতি ও কীর্তনের মাধ্যমে তারা যিশুকে স্মরন করেন।
বনপাড়া চার্চের প্রধান ধর্মীয় গুরু হিউবার্ড বিকাশ রিভেরু প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন। ভক্তিমুলক গানের মধ্য দিয়ে শুরু হয় প্রর্থনা। প্রায় এক ঘন্টাব্যাপী প্রার্থনা শেষে পরিবার পরিজন নিয়ে তারা অংশ নেয় বড় দিনের প্রার্থনায়। ঘন্টা ব্যাপী প্রার্থনা শেষে চার্চ চত্ত্বরে কীর্তন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় বাংলাদেশ যুবমহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এড. কোহেলী কুদ্দুস মুক্তিসহ খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
ধর্ম পল্লীর বিভিন্ন সমাজের মানুষরা অংশ গ্রহণ করে। এরপর খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন নেচে গেয়ে আনন্দ উল্লাস করে। ঘন্টা ব্যাপী প্রার্থনা শেষে চার্চ চত্ত্বরে কীর্তন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় ধর্ম পল্লীর বিভিন্ন সমাজের মানুষরা অংশ গ্রহণ করে। পরে বাড়ি বাড়ি পিঠা উৎসব করা হয়। দিনব্যাপী এই উৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থ্যা।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০