নিজস্ব প্রতিবেদক :
উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের দলীয় প্রার্থীল পক্ষে কাজ করার অভিযোগে রাজশাহীর তানোর থানার ওসি রেজাউল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বুধবার বিকেলে তাকে প্রত্যাহার করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশ সুপার মো: শহিদুল্লাহ জানান, উপজেলা পরিষদ নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে তানোর থানার ওসি রেজাউল ইসলামকে
তানোর থানা থেকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে। নির্দেশনা অনুযায়ী বুধবার বিকেলে তাকে প্রত্যাহারে আদেশ জারি করা হয়েছে।এ তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, একজন প্রার্থীর পক্ষে কাজ করায় নির্বাচন কমিশন থেকে আইজিপি স্যারের কাছে তানোর থানার ওসিকে বদলির চিঠি দেওয়া হয়েছে। নির্দেশনা মোতাবেক করা হচ্ছে।
খবর ২৪ ঘণ্টা/আরএস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০