খবর২৪ঘণ্টা, বিনোদন: নাচছেন সানি লিওন। এমন ছবি বেশ কয়েকবার দেখেছেন। কিন্তু, ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে বলিউডি গানে নাচছেন সানি লিওন, এমন ছবি কিন্তু বেশ দুষ্কর। কিন্তু, এবার তাই হল। অর্থাত ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে নাচতে দেখা গেল বলিউডের ‘বেবি ডল’-কে।
না, কোনও সিনেমার শুটিং করছেন না সানি লিওন, ড্যানিয়েল ওয়েবার। জাহ্নবী কাপুর এবং ঈশান খটটরের ‘ধড়ক’-এর গানে নাচতে দেখা যাচ্ছে সানি লিওন এবং ড্যানিয়েল ওয়েবারকে। ‘ধড়ক’-এর ‘জিঙ্গাত’-এর গানে নাচতে দেখা যাচ্ছে সানি লিওন এবং ড্যানিয়েল ওয়েবারকে।
https://www.instagram.com/p/Bnvj0RzFlRX/?taken-by=sunnyleone
জন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০