আন্তর্জাতিক ডেস্ক :ভারতের উত্তর প্রদেশের মনিপুরি জেলায় একটি দ্রুতগামী বাস উল্টে ১৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১২ জন। বুধবার জেলার দানহারা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইন জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে চালক দ্রুত গতিতে বাসটি চালাচ্ছিল এবং এটি নিয়ন্ত্রণ হারিয়ে এক পর্যায়ে সড়ক বিভাজকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে যায়।
আহতদের কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। বাসের চালকও আহত হয়েছে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি শোক প্রকাশ করেছেন। আহতদের চিকিৎসার জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০