নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে ম্যাংগো নামের একটি নতুন প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানে সাবলিমেশন মেশিনের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় নগরীর কুমারপাড়াস্থ প্রতিষ্ঠানটির কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেশিনটির উদ্বোধন করেন মেয়র। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী চেম্বার অব কর্মাস এ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মনিরুজ্জামান মনি। চিলিস ফাস্ট ফুডের সত্ত¡াধিকারী হাসিনুর রহমান টিংকুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের
সাবেক ছাত্র-উপদেষ্টা অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু, রাজশাহী চেম্বার অব কর্মাস এ্যান্ড ইন্ডাস্ট্রি এর সহ-সভাপতি মাসুদুর রহমান রিংকু।
ম্যাংগো প্রতিষ্ঠানের সত্ত¡াধিকারী হাসিনুর রহমন টিংকু বলেন, উত্তরবঙ্গে এই প্রথম রাজশাহীতে সাবলিমেশন মেশিন রাজশাহীতে আনা হলো। এটি দিয়ে গার্মেন্টস এর সব ধরনের প্রোডাক্ট এবং সব ধরনের প্রিন্টিং করা যাবে। মাননীয় মেয়র খায়রুজ্জামান লিটন মহোদয়ের উন্নত-সমৃদ্ধ রাজশাহী গড়তে আমরাও আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। এটি অব্যহত থাকবে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০