পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে মাদক ব্যবসায়ীর মারপিটে ইর আলী (৫০) নামের এক মাদকসেবী মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইর আলী উপজেলার সাহাপুর ইউনিয়নের দীঘা গ্রামের মৃত রব্বেল আলীর ছেলে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গৌতম কুমার বিশ্বাস জানান, বিকেলে দীঘা গ্রামের আজমল হোসেনের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চোর রনি হোসেন (২৪) তার বাড়ির পাশে চায়ের দোকানের সামনে একই গ্রামের মাদকসেবী ইর আলীকে কিছু
বলার জন্য ডাক দেয়। কিন্তু ইর আলী কিছু না বলে চলে যেতে থাকে। একইভাবে ইর আলীকে পরপর তিনবার ডাক দেয় রনি। এতে বিরক্ত হয়ে রনিকে গালি দেয় ইর আলী। তখন রনি উত্তেজিত হয়ে পাশে থাকা কাঁঠাল গাছের ডাল দিয়ে ইর আলীকে মারধর করে। একটি আঘাত বাম কানের পিছনে ঘাড়ের অংশে লাগলে ঘটনাস্থলেই ইর আলীর মৃত্যু হয়। এ সময় রনি পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০