পাবনা ব্যুরো: ভূমিমন্ত্রীর পরিবার ও তাদের ক্যাডারদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকী দিয়ে বাড়ি দখলের অভিযোগ করেছেন তাজনুবা তাজরীন নামের এক নারী। সন্ত্রাসীদের ভয়ে বাড়ি ছাড়া হয়ে প্রাণ ভয়ে পরিবার নিয়ে অন্যত্র অবস্থান করছেন তিনি। এ বিষয়ে ঈশ্বরদী থানায় বার বার অভিযোগ করেও কোন ফল না হওয়ায় আদালতে মামলা করেছেন তিনি। ভূমিমন্ত্রী পত্নীর ইশারায় পুলিশ কোন আসামীদের গ্রেফতার না করে দায়সারা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বলেও অভিযোগ তার। রবিবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
পাবনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারাখালী মহল্লার বাসিন্দা তাজনুবা তাজরীন লিখিত বক্তব্যে বলেন, ভূমিমন্ত্রী পত্নী কামরুন্নাহার শরিফের ঘনিষ্ট সহযোগী শামিমা আকতার বেবী নামের এক প্রতিবেশী সঙ্গে টাকা ধার দেওয়াকে কেন্দ্র করে মন্ত্রী পরিবারের রোষানলে পরেন তিনি। ধার দেওয়া টাকা ফেরত চাইলে ভূমিমন্ত্রী পত্নীর নির্দেশে মন্ত্রীপুত্র তমালের ক্যাডার বাহিনীর অন্যতম তুষার মন্ডল, শান্ত, রাজিব সরকার, শিহাবসহ একদল সন্ত্রাসী গত ২৮ নভেম্বর অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মী করে বাসার সব মালামাল লুট করে ট্রাক যোগে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য চার লক্ষাধিক টাকা। এর প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তাজরীনকে তার স্বামী ও চার বছরের শিশু সন্তানসহ বাড়ি থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয়। পরে থানায় মামলা করতে গেলে থানা পুলিশ মামলা গ্রহণ না করে উল্টো আপোষের পরামর্শ দেন। পরে ন্যায় বিচারের স্বার্থে আদালতের শরনাপন্ন হয়ে পাবনার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন (দ্রুত)-১০/২০১৭ দায়ের করলে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
তাজরীন আরো অভিযোগ করেন, ভূমিমন্ত্রীর প্রভাব খাটিয়ে তার স্ত্রী কামরুন্নাহার শরিফের নির্দেশে পুলিশ দায়সার তদন্ত প্রতিবেদন দিয়েছে। এছাড়াও মামলার বিষয়টি জানা জানি হওয়ায় ভূমিমন্ত্রীর ছেলে তমাল বাহিনীর ক্যাডার তুষার মন্ডল আমার মোবাইলে খুদে বার্তা পাঠিয়ে ২৫ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। এবং মামলা তুলে নেওয়া না হলে আমার পরিবারের সবাইকে হত্যা করা হবে বলে হুমকী দিয়েছে।
সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্থ নারী তাজনুবা তাজরীনের অভিয়োগ সম্পর্কে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন জানান, আদালতের নির্দেশ অনুযায়ী তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে বিস্তারিত বলার তেমন কিছুই নেই।
এ বিষয়ে ভূমিমন্ত্রী স্ত্রী কামরুন্নাহার শরিফ বলেন, এই ঘটনার সাথে আমার বা মন্ত্রী পরিবারের কোন সংশ্লিষ্টতা নেই। তবে, বেবী ও তাজরীনের টাকা পয়সা লেনদেন নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা থাকলেও থাকতে পারে। আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০