পাবনা প্রতিনিধি: আন্ত:নগর লালমনি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো আলামিন হোসেন (২২) নামে এক যুবকের। আজ বুধবারসকাল ৯টার দিকে পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আলামিন ঈশ্বরদীর বাঘইল গ্রামের রাকিবুল ইসলামের ছেলে। তিনি ঢাকায় ট্রাক মিস্ত্রির কাজ করতেন।
পারিবারিক সুত্র জানায়, বন্ধুর বিয়ে উপলক্ষ্যে ঢাকা থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনে আসছিল। লালমনি এক্সপ্রেস ট্রেনটির ঈশ্বরদী বাইপাস স্টেশনে যাত্রাবিরতি নেই। একটু ধীরগতিতে যাওয়ার সময় ট্রেন থেকে নামার চেষ্টা করেন আলামিন।
এ সময় ট্রেনের চাকায় পা কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
পাকশী বিভাগীয় রেলওয়ে কন্ট্রোলার শহিদুল ইসলাম প্রিন্স দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্ধারিত সময়ের চেয়ে ৫ ঘন্টা দেরীতে চলছিল লালমনি এক্সপ্রেস ট্রেনটি। ঈশ্বরদী বাইপাস স্টেশনে যাত্রাবিরতি নেই ট্রেনটির। এমন সময় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবক।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০