পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাতনামা এক নারী (৩০) আত্মহত্যা করেছেন। নিহত নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। শনিবার ভোর ৫টার দিকে মুলাডুলি স্টেশনের অদুরে এ ঘটনা ঘটে।
ঈশ্বরদী জংসন স্টেশন ও রেলওয়ে জিআরপি পুলিশ সুত্রে জানা গেছে, ঈশ্বরদী থেকে ঢাকাগামী একটি লোকাল ট্রেন মুলাডুলি স্টেশন অতিক্রম করার পরপরই ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ওই নারী। ট্রেনে কাটা পড়া নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে রেল পুলিশ।
ঈশ্বরদী জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) সুবির দত্ত জানান, অজ্ঞাত মহিলার ট্রেনে কাটা পড়ার জায়গাটি সিরাজগঞ্জ রেল থানার আওতাধীন। সিরাজগঞ্জ রেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে গেছে। পরিচয় জানা গেলে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০