পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম সরদারকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে তাকে আটক করা হয়। আটক নাইম উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া গ্রামের সোহরাব আলী সরদারের ছেলে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, ঈশ্বরদীর আরামবাড়িয়া বাজারে ছাত্রলীগ নেতা নাইম ইয়াবা বিক্রি করছে-এমন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় পুলিশ।
পরে ঘটনাস্থলে ইয়াবা বিক্রি করার সময় হাতেনাতে আটক করা হয় নাইমকে। এ সময় নাইম সরদারের নিকট থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করে তাকে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০