পুঠিয়া প্রতিনিধিঃ ঈদ উপহার দিল পুঠিয়া বালিকা বিদ্যালয় সাবেক শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১১টায় পুঠিয়া সদরের বালিকা বিদ্যালয় মাঠে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, পুঠিয়া বালিকা বিদ্যালয়ের সভাপতি আহসান উল হক মাসুদ, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম, পুঠিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, সহকারী প্রধান শিক্ষক মজহারুল ইসলাম, সহকারী শিক্ষক পল্লব সেন গুপ্ত প্রমুখ। অনুষ্ঠানে বন্ধুত্বের উপহার হিসেবে এস.এস.সি ২০১৮ ইং ব্যাচের শিক্ষার্থীদের বিদ্যালয়ের গরিব দুস্থ শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। পরে ১০০টি বিদ্যালয়ের গরিব দুস্থ শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়। এব্যপারে পুঠিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার বলেন, আমার বিদ্যালয়ের সবেক শিক্ষার্থীদের এ উদ্যোগকে আমি স্বাগতম জানাই। দোয়া করি তার যেন আগামীতে তাদের কর্মক্ষেত্রে মানবতার সেবাই এগিয়ে আসতে পারে। খবর২৪ঘন্টা /এব
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০