খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবার পবিত্র ঈদুল আজহায়ও সীমিত পরিসরে চালু থাকবে ট্রেন। ঈদের আগে শুধু অনলাইনে টিকিট বিক্রি করা হবে।
শনিবার কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন রেলমন্ত্রী।
রেলমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় ঈদ উপলক্ষে বাড়তি যাত্রী বহনের কোনো পরিকল্পনা নেই। স্বাস্থ্যবিধি মেনেই সীমিত আকারে কিছু রেল চলবে।
মন্ত্রী আরও বলেন, টিকিটবিহীন কোনো যাত্রী যাতে স্টেশনে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রেলমন্ত্রী বলেন, ‘গরু-ছাগল পরিবহনের জন্য যে অ্যানিমেল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো সাড়া মেলেনি।’
রেলমন্ত্রী জানান, করোনা রোধে ঈদ উপলক্ষে বাড়তি যাত্রী বহনের কোনো পরিকল্পনা নেই রেলের, চলবে স্বাস্থ্যবিধি মেনেই। এ ছাড়া ঢাকা বিমানবন্দর, গাজীপুর, জয়দেবপুর, টঙ্গীসহ কয়েকটি স্টেশনের প্ল্যাটফর্ম উঁচু করা হবে।
আর টিকিটবিহীন কোনো যাত্রী যাতে স্টেশনে প্রবেশ করতে না পারে, সে কাজের সবশেষ অবস্থাও পরিদর্শন করেন রেলমন্ত্রী বলেন, ‘গরু-ছাগল পরিবহনের জন্য যে অ্যানিমেল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো সাড়া মেলেনি।’
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০