নাটোর প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের গয়লার ঘোপ গ্রামে ঈদ জামাতের সময় ঘোষণাকে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই পক্ষ পাল্টা পাল্টি মামলা করেছেন। বাগাতিপাড়া মডেল থানায় সম্প্রতি মামলা দুটি রেকর্ড করা হয়েছে। এতে পুলিশের এসআইসহ মোট ৩১ জনকে আসামী করা হয়েছে।
থানা, অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার গয়লার ঘোপ গ্রামে দীর্ঘদিন যাবত দুটি মসজিদের ইমাম নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জেরে ঈদের আগের দিন শুক্রবার (১৫ জুন) রাতে ঈদের নামাজের জামাতের সময় ঘোষনাকে কেন্দ্র করে মুুসুল্লিদের দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে অন্ততঃ ১৫ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ পাহারায় পরদিন শনিবার ঈদের নামাজ আদায় করেন মুসুল্লিরা। এ ঘটনায় দুই পক্ষ থানায় পৃথক দুটি মামলা করেন।
এদের মধ্যে কাওছার আহমদ বাদী হয়ে ওই গ্রামের মৃত কাচু মন্ডলের ছেলে পুলিশের এসআই শফিকুল ইসলামকে প্রধান আাসামী করে ১৮ জনকে এবং অপরপক্ষে পলাশ উদ্দিন বাদী হয়ে ১৩ জনকে আসামী করেন। মামলা দুটি গত ২১ জুন রাতে রেকর্ড করা হয়েছে। এস আই শফিকুল ইসলাম বর্তমানে বগুড়া জেলার ধুনট থানায় কর্মরত আছেন বলে জানা গেছে।
অভিযুক্ত এসআই শফিকুল ইসলাম বলেন, আমি অপরাধী নই। ওই দিন মসজিদের মুয়াজ্জিনকে মারধোরের ঘটনা ঘটলে আমি দুই পক্ষকে থামানোর চেষ্টা করি। কিন্তু তারা আমাকে ১নং আসামী করেছে।
এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০