খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ঈদের আগেই খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পাবেন বলে প্রত্যাশা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ঈদ পর্যন্ত ম্যাডাম কারাগারে থাকবেন, এটা মনে করি না। ঈদের আগেই অবশ্যই তিনি কারাগার থেকে বের হয়ে আসবেন। এটা আমাদের বিশ্বাস। আমাদের দেশের মধ্যে আইনের যে সিষ্টেম আছে তাতে মনে করি, এটাই হওয়া উচিত।
বুধবার রাতে রাজধানীর চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ম্যাডামের (বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া) বিরুদ্ধে এখন ৬টা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো আছে। সেই মামলাগুলো নিয়ে আমরা হাইকোর্টে মুভ করবো। আশরা প্রত্যাশা করছি, ৭/১০ কর্ম দিবসের মধ্যেই ওইসব মামলায় জামিন পাওয়া যাবে।
জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে জড়ানোর কোনো ভিত্তি নেই দাবি করে তিনি বলেন, এই মামলার সাথে বেগম জিয়ার কোনো সম্পর্কই নাই, উনি জানতেনও না এই ফান্ড আসছে, এই ফান্ড যাচ্ছে। উনার কোনো সই নাই। ট্রাস্টি বোর্ডে তার কোনো সম্পৃক্ততা নেই তাকে কি করে আসামী করা যায়। নিম্ন আদালতে যে বিশ্বাস ভঙ্গের কথা বলা হয়েছে তা কিন্তু প্রমাণ করতে পারেনি। নিম্ন আদালতে রায় দিয়ে দিয়েছেন। আমরা আশাবাদী যে, উচ্চ আদালতে উনি গেট দ্যা রিলিজ।
গাজীপুর নিয়ে বিএনপি নতুন কৌশলের ভাবছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, খুলনার জনগনের সাথে হিপুক্রেসী করেছে তারা (সরকার)। সেখানকার জনগন ভোট অধিকার থেকে বঞ্চিত হয়েছে। অবশ্যই গাজীপুরের নির্বাচনে নতুন করে ভাববো, নতুন স্ট্যাটেজি নেব অথবা সিদ্ধান্ত নেবো নতুন করে। আলোচনা হবে আমাদের পার্টির সব লেভেলে। কারণ খুলনার নির্বাচনটা নি:সন্দেহে আই ওপেনার। সব মিলিয়ে আমরা চিন্তা করবো।
গাজীপুরের নির্বাচনে আপনারা যাচ্ছেন না এটাই কি ধারণা করা যায়- এরকম প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, আমরা গাজীপুরের নির্বাচনে যাবো না– এটা আমরা বলি নাই। আমরা বলছি যে, এই নির্বাচন কমিশনের পরিচালনায় ও এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না। এটা আমাদের অভিজ্ঞতা থেকে বলছি। যাবো কি যাবো না- বহু রাজনৈতিক কৌশল আছে, বহু রাজনৈতিক প্রশ্ন আছে। সেটা আমরা আলোচনা করে বসে সিদ্ধান্ত নেবো।
খুলনা সিটি নির্বাচনে ক্ষমতাসীনরা 'নতুন কৌশল' নিয়ে ভোট করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, খুলনায় ক্ষমতাসীনরা যেভাবে নির্বাচন করছে- এটা নতুন কৌশল। কৌশলটা একেবারে নতুন। দৃশ্যত ভালো, সুন্দর, শান্ত। ভেতরে সব কিছু গোলমাল হয়ে যাচ্ছে। কিভাবে করেছে ভয়-ভীতি, ত্রাস সৃষ্টি করে, আইনশৃঙ্খলা সৃষ্টি করে সেখানে একটি ক্ষেত্র তৈরি করেছে তারা।
বিএনপি মহাসচিব দাবি করেন খুলনায় সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মনজু এক লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হতেন।
আলাপচারিতার সময়ে চেয়ারপাসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।
গুলশানে সাংবাদিকদের সাথে আলোচনার আগে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে দেখতে যান। তিনি চিকিৎসকদের কাছে তার চিকিৎসার খোঁজ-খবর নেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০