প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার গঠনে সার্চ কমিটির কাছে ১০ সদস্যের নাম প্রস্তাবনা করেছে আওয়ামী লীগ।
শুক্রবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আওয়ামী লীগের পক্ষে নাম প্রস্তবনা জমা দেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।
ড. সেলিম মাহমুদ গণমাধ্যমকে জানান, সিলগালা খামে করে তালিকা জমা দেওয়া হয়েছে। দলের সভাপতি শেখ হাসিনা এবং সভাপতিমণ্ডলীর সদস্যদের সিদ্ধান্তে নামের তালিকা করা হয়েছে। তারা শুধু বার্তাবাহক হিসেবে চিঠি জমা দিয়েছেন। তালিকায় কাদের নাম আছে তা জানেন না বলেও জানান তিনি।
এ সময় সেলিম মাহমুদ বলেন, বিএনপি নামের তালিকা না দিলেও সার্চ কমিটি প্রশ্নবিদ্ধ হবে না। সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় আওয়ামী লীগ। তবে শেষ মুহুর্তে তারা প্রস্তাব দেবেন বলেও আশা করেন আওয়ামী লীগের নেতারা।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০