রাজনৈতিক সমঝোতা ছাড়া দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্তের প্রতিবাদে নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে গণমিছিল শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বুধবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার পর ইসি অভিমুখে গণমিছিল শুরু করে দলটির নেতাকর্মীরা।
মিছিলে অংশ নিতে তিনটার আগেই অনেক নেতাকর্মী জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জড়ো হন। এর কিছু সময় পরই গণমিছিল শুরু হয়।
গণমিছিলে নেতৃত্ব দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।
এর আগে গত রোববার দলটির আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম নির্বাচনী তফসিল ঘোষণার দিন নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল করার ঘোষণা দেন।
গত ১ নভেম্বর থেকে সংসদ নির্বাচনের ক্ষণগণনা শুরু হলেও এখনো রাজপথে সরকারের পদত্যাগের আন্দোলনে ব্যস্ত বিএনপি ও এর সমমনা দলগুলো। সরকারের পদত্যাগ ছাড়া দলগুলো নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সংবিধানের বাইরে নির্বাচন করতে নারাজ।
দুই পক্ষের এমন অনড় অবস্থানের মধ্যেই আজ সন্ধ্যা সাতটায় নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০