খবর২৪ঘণ্টা,আন্তর্জাতিক ডেস্ক: নিজ ভূমিতে ফেরার অধিকারের দাবিতে গাজা উপত্যকায় বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপর শুক্রবারও (২৮ সেপ্টেম্বর) গুলি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিন ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই শিশুসহ ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিন আহত হয়েছে আরও ৫০৬ জন ফিলিস্তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এনিয়ে ৩০ মার্চ শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত মোট ১৮০ জন ফিলিস্তিনি নিহত হলেন। আহত হয়েছেন প্রায় ১৮ হাজার।
ফিলিস্তিনের ভূমি দখল করে ১৯৪৮ সালের ১৫ মে প্রতিষ্ঠিত হয় ইসরায়েল নামের রাষ্ট্র। ১৯৭৬ সালের ৩০ মার্চ ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইহুদি বসতি নির্মাণের প্রতিবাদ করায় ছয় ফিলিস্তিনিকে হত্যা করা হয়। পরের বছর থেকেই ৩০ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত পরবর্তী ছয় সপ্তাহকে ভূমি দিবস হিসেবে পালন করে ফিলিস্তিনিরা। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন ঘোষণা এবং বিক্ষোভে ব্যাপক প্রাণহানির জের ধরে চলতি বছর পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলছে গ্রেট মার্চ অব রিটার্ন নামের এই কর্মসূচি।
২৮ সেপ্টেম্বর ২৭তম শুক্রবারে ওই বিক্ষোভের সময়ে গাজার মধ্যাঞ্চলীয় জেলা আল-বুরেইজ-এ ইসরায়েলি সেনা সদস্যদের গুলিতে মোহাম্মদ নায়েফ আল হায়ুম নামে ১৪ বছরের এক কিশোর নিহত হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দূর থেকে লক্ষ্যভেদে পারদর্শী ইসরায়েলি সেনার গুলি ওই কিশোরের বুকে বিদ্ধ হলে সে নিহত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা জানান ওই বিক্ষোভের সময়ে ইয়াদ খলিল আল সায়ির নামে ১৮ বছরের এক তরুণ নিহত হয়।
এছাড়া গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের পূর্বাঞ্চলীয় এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কাছে হার মানে ১২ বছর বয়সী নাসের মুসাবিহ। এদিন একই এলাকায় নিহত হয় মোহাম্মদ আলী মোহাম্মদ আনসাসি নামে ১৮ বছরের তরুণ।
এদিকে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত অপর দুই ফিলিস্তিনির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে আল জাজিরা।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০