খবর২৪ঘন্টা আর্ন্তজাতিক ডেস্কঃ
ইরান কখনই পরমাণু বোমা বানাতে চায়নি বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি জোর দিয়ে বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি সবসময় শান্তিপূর্ণ উদ্দেশে পরিচালিত হয়ে আসছে। ইরান কখনো পরমাণু বোমা বানাতে চায়নি এবং ভবিষ্যতে বানাবেও না। দেশটির রাজধানী তেহরানে সম্প্রতি সামরিক বাহিনীর শীর্ষ কর্তাদের সাথে এক বৈঠকে তিনি এই কথা বলেছেন।
রুহানি আরো বলেন, শত্রুরা যে দাবি করছে যে- ইরান পরমাণু বোমা বানাতে চায়, তা ভ্রান্ত। শত্রুদের এই মিথ্যা প্রচার সারা বিশ্বের সামনে উন্মুক্ত করে দিতে হবে। ওই দিন কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি দেশের নিরাপত্তা রক্ষায় সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
রুহানি সম্প্রতি আরো বলেছেন, একটা সময় ছিল যখন একজন ব্যক্তি ইরানের সঙ্গে শত্রুতা করতেন এবং বাকিরা মধ্যমপন্থা অবলম্বন করতেন। কিন্তু এখন সব নিকৃষ্ট ব্যক্তিগুলো হোয়াইট হাউজে জড়ো হয়েছে। কিন্তু ইরান আগেও বিভিন্ন ক্ষেত্রে আমেরিকাকে পরাজিত করেছে এবং আবারও ঐক্য ও সমন্বয়ের মাধ্যমে সব ষড়যন্ত্র ব্যর্থ করবে।
খবর২৪ঘন্টা / সিহাব
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০