ইরানের দক্ষিণাঞ্চলে পর পর দুইটি ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১২ জন।
স্থানীয় সময় শনিবার (২ জুলাই) ভোরে দেশটির হরমোজগান প্রদেশে ভূকম্পনটি আঘাত হানে।
ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি ৬ দশমিক ১ মাত্রার ছিল। পরেরটি ৬ দশমিক ৩ মাত্রার। নিহত পাঁচজন প্রথম ভূমিকম্পে মারা গেছেন।
ইরানের কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের হরমোজগান প্রাদেশিক শাখার প্রধান বলেছেন, ভূমিকম্পে অনেক এলাকায় বাড়িঘর ভেঙে পড়েছে। সেসব এলাকায় তাবু সরবরাহ করা হচ্ছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে যে ভূমিকম্প হয়েছে, তার কম্পন সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, ওমান, কাতার, আফগানিস্তান ও পাকিস্তানেও অনুভূত হয়েছে। সূত্র : রয়টার্স, ডয়চে ভেলে
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০