আন্তর্জাতিক ডেস্ক ইরাকের উত্তরাঞ্চলে ৮০টিরও বেশি কুর্দি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। তুরস্কের সেনা ঘাঁটিগুলোতে আক্রমণ বৃদ্ধির প্রতিক্রিয়ায় দেশটি এসব হামলা চালিয়েছে।
সোমবার তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
তুর্কি মন্ত্রণালয় এক টুইটার পোস্টে জানিয়েছে, তুরস্কের দিয়ারবাকির ও মালাত্যা শহরের কয়েকটি ঘাঁটি থেকে জঙ্গিবিমানগুলো সিংজারসহ উত্তর ইরাকের পিকেকে অবস্থানে হামলা চালায়। ইরান সীমান্তের কাছে কান্দিল এলাকায়ও তুর্কি বিমানগুলো বোমাবর্ষণ করেছে বলে জানা গেছে।
তুরস্কের সামরিক বাহিনী নিয়মিত দেশের ভেতরে ও ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি গেরিলাদের ওপর বিমান হামলা চালিয়ে আসছে। পিকেকে গেরিলাদেরকে তুরস্ক সন্ত্রাসী গোষ্ঠী বলে গণ্য করে।
পিকেকে বাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভূক্ত করেছে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।
তাত্ক্ষণিকভাবে পিকেকে বাহিনীর পক্ষ থেকে এ হামলার বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।খবর২৪ঘন্টা /এবি
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০