খবর২৪ঘণ্টা ডেস্ক: ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা'দা প্রদেশে সৌদির রকেট হামলায় অন্তত ৩৯ বেসামরিক ব্যক্তি নিহত এবং ৫০ জনেরও বেশি লোক আহত হয়েছেন। শিশুদের স্কুলবাসে বোমা বর্ষণ করা হলে এই হতাহতের ঘটনা ঘটে।
ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, বৃহস্পতিবার সা'দা শহরের জায়িন এলাকায় একটি বাজারে বাসটি বোমা হামলার কবলে পড়ে। আন্তর্জাতিক রেডক্রস কমিটি এক বিবৃতিতে জানিয়েছে যে বাসটি তখন শিশুদের বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল।
ইয়েমেনে রেডক্রস কমিটির প্রধান জোহানস ব্রোয়ের এক টুইটার বার্তায় জানিয়েছেন যে নিহতদের বেশিরভাগ ১০ বছরের নিচে শিশু। এছাড়া, সৌদি জঙ্গিবিমান ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদায়দা প্রদেশের জাবিদ এলাকায় বোমা বর্ষণ করলে দুই বেসামরিক ব্যক্তি নিহত হয়।
২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ও তার আঞ্চলিক কয়েকটি মিত্রদেশ ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহালের জন্য সামরিক আগ্রাসন শুরু করলেও রিয়াদ সে লক্ষ্য অর্জন করতে পারেনি।-রেডিও তেহরান।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০