নিজস্ব প্রতিবেদক : ভার্চুয়াল মাধ্যম ইমোতে ম্যাসেজিং এর জের ধরে প্রেমের সম্পর্ক গড়ে ও বিয়ে করে স্ত্রীর কাছ থেকে ১১ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেওয়ায় প্রতারণার অভিযোগে সাইফুল খান শামীম ওরফে জুম্মন খান (৪০) কে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি মাদারিপুর জেলার কালকিনি থানার বজরুসার গ্রামের আজিজুল খানের ছেলে। বর্তমানে তিনি রাজধানী ঢাকার মুগদা এলাকায় বসবাস করেন। আরএমপির পবা থানা পুলিশ তাকে সেখান থেকেই আটক করেছে। এ ঘটনায় পবা থানা এলাকার প্রতারিত সাওদা সিদ্দিকা (৩০) নামের এক নারী বাদী হয়ে থানায় প্রতারণার মামলা দায়ের করেছেন। সেই মামলায় তাকে আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে সাইফুল।
এ তথ্য নিশ্চিত করে আরএমপির পবা থানার অফিসার ইনচার্জ ওসি শেখ গোলাম মোস্তফা জানান, রাজশাহীর পবা এলাকার বাসিন্দা সাওদার সাথে ইমোতে ম্যাসেজিং মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত জুন মাসে প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ে করেন। প্রেমের সম্পর্ক চলাকালীন ও বিয়ের পর আসামী সাইফুল খান শামীম ব্যবসায়িক সমস্যার কথা বলে ওই নারীর কাছ থেকে এসএ পরিবহনের মাধ্যমে ১১ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনার পর ওই নারী পবা থানা থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন। মামলার পর পবা থানার একটি দল রাজধানী ঢাকার মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকা থেকে সাইফুল খান শামীম ওরফে জুম্মন খানকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ঘটনাটি স্বীকার করে। আসামীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০