পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ শনিবার ইসলামাবাদের একটি আদলত এই রায় দেন।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান খানকে ৩ বছরের কারাদণ্ড দেন আদালত। একইসঙ্গে ৫ বছরের জন্য রাজনীতি থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
ইসিপির দায়ের করা একটি ফৌজদারি অভিযোগের ভিত্তিতে ইমরান খানের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের আইনপ্রণেতারা তোশাখানা মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, ইমরান রাষ্ট্রীয় তোশাখানা থেকে যে উপহারগুলো রেখেছিলেন তার বিবরণ ‘ইচ্ছাকৃতভাবে গোপনথ করেছেন। তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন এই কাজ করেন। উপহার বিক্রি থেকে ইমরান মোটা অঙ্কের অর্থ আয় করেছেন বলেও অভিযোগ করা হয়।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০