ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তানের রাজনৈতিক পরিবেশ দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। নতুন নির্বাচনের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করছে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই)।
এরইমধ্যে নতুন নির্বাচন দিতে বর্তমান সরকারকে ছয় দিনের আল্টিমেটাম দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ মে) সকালে দেশটির রাজধানী ইসলামাবাদে ‘আজাদি মার্চ’ থেকে তিনি এ আল্টিমেটাম দেন।
ইমরান খান বলেন, দাবি পূরণ না হলে পরবর্তীতে পুরো জাতিকে সঙ্গে নিয়ে রাজধানীতে ফিরে আসবো। আর সরকার খুশি হবে যদি আমি ইসলামাবাদে অবস্থান ধর্মঘট পালন করি। কারণ এতে জনগণ, পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হবে।
এদিকে ইমরান খানের আল্টিমেটাম ঘোষণার পর ডিচকের ‘রেড জোনে’ ঢুকে পড়ে তার দলের সমর্থকরা। এমন অবস্থায় ‘রেড জোনের’ নিরাপত্তা চেয়ে সেনাবাহিনীর সাহায্য চেয়েছে শাহবাজ শরিফের সরকার। সরকারি গুরুত্বপূর্ণ ভবন রক্ষায় ইতোমধ্যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। সূত্র: ডন
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০