সংবাদ বিজ্ঞপ্তি :
বর্তমান সামাজিক প্রেক্ষাপটে সাইবার ক্রাইম মারাত্মক আকার ধারন করেছে। সাইবার ক্রাইম দমনে বদ্ধপরিকর বাংলাদেশ পুলিশের তদন্তকারী কর্মকর্তাগনকে যুগোপযোগী ও গতিশীল করে গড়ে তুলে সাইবার ক্রাইম মামলাসমূহ দক্ষতার সহিত তদন্ত এবং একটি প্রশিক্ষিত সাইবার ক্রাইম ইউনিট গড়ে তোলার লক্ষ্যে কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন সার্ভিস ট্রের্নিং সেন্টার (আইটিসি) রাজশাহীর উদ্যোগে ও কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ডিএমপি এর সহযোগীতায় রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ পরিদর্শক ও এসআই পদমর্যাদার তদন্তকারী কর্মকর্তাসহ অতিঃ পুলিশ সুপার পদমর্যাদার তদন্ত তদারককারী কর্মকর্তাসহ সর্বমোট ৪০ জন পৃুলিশ কর্মকর্তার সমন্বয়ে ১০/০১/২০২১ হইতে ১১/০১/২০২১ খ্রি. পর্যনÍ ০২ দিন ব্যাপি Ó Special Training workshop on Cyber Crime Investigation” প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত
প্রশিক্ষন কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সন্মানিত ডিআইজি জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম পিপিএম ও সভাপতিত্ব করেছেন আইটিসি’র কম্যান্ড্যান্ট (পুলিশ সুপার) জনাব মোঃ তারিকুল ইসলাম। সিটিটিসির প্রশিক্ষক অতিঃ পুলিশ সুপার জনাব নাজমুল ইসলাম জঙ্গিবাদ ও সাইবার ক্রাইম দমনে বাংলাদেশ পুলিশের সাফল্যের বিভিন্ন ভুমিকার কথা উল্লেখ করেন। সভাপতি মহোদয় তাঁহার সুচনা বক্তব্যে যুগোপযোগী ও কার্যকরী প্রশিক্ষন একটি সুদক্ষ তদন্তকারী কর্মকর্তা গঠনে প্রধান ভুমিকা পালন করবে মর্মে গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি মহোদয় তাঁহার বক্তব্যে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষনলদ্ধ জ্ঞানের উপযুক্ত ব্যবহার দ্বারা সাইবার অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করাসহ সাইবার অপরাধ কঠোর হস্তে দমনের লক্ষ্যে প্রতিটি জেলায় একটি প্রশিক্ষিত সাইবার ইউনিট গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০