দক্ষিণ আফ্রিকায় গত ২০ বছরে কোনো ম্যাচই জিততে পারেনি বাংলাদেশ দল। তবুও এবারের সফরের আগে এভাবেই নিজেদের আত্মবিশ্বাস দেখিয়েছিল বাংলাদেশ দলের অধিনায়ক এবং কোচ।
নিজেদের আত্মবিশ্বাসের সঙ্গে অসাধারণ পারফরম্যান্সে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে ম্যাচ জয়ের পাশাপাশি সিরিজ জিতে ইতিহাস গড়লো টাইগাররা। সেঞ্চুরিয়ানে তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের পাড়ার দল বানিয়ে ৯ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে তামিমের দল।
দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ লড়াইয়ে প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচ হেরে যায় বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় তামিম ইকবালের দল।
৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তাসকিন আহমেদ। পুরো সিরিজে ৮ উইকেট নিয়ে ম্যান অব দ্য সিরিজও হন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ১৫৪/১০ (৩৭ ওভার)।
বাংলাদেশ: ১৫৬/১ (২৬.৩ ওভার)।
ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০