খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ইতালিতে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সেখান থেকে যে ১৪২ জন যাত্রী দেশে ফিরেছেন তাদের কারও শরীরে করোনার লক্ষণ-উপসর্গ নেই বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
শনিবার দুপুরে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান আইইডিসিআর’র পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
আইইডিসিআর’র পরিচালক বলেন, সকালে ইতালি থেকে একসঙ্গে ১৪২ জন দেশে এসেছেন। তারা ইতালির বিভিন্ন জায়গায় থাকতেন। পরে তাদের হজ ক্যাম্পে নেয়া হয়। সেখানে স্যাটেলডাউন করার জন্য তাদের সময় দেয়া হয়। এরপর তাদের তাপমাত্রা পরীক্ষা করা হয়। তাদের কারও মধ্যে উচ্চ তাপমাত্রা নেই। সেদিক থেকে এই মুহূর্তে তাদের মধ্যে কোনো লক্ষণ উপসর্গ নেই। বিস্তারিত তথ্য ও পরীক্ষা এখনো করা হচ্ছে। বিস্তারিত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে পরবর্তীতে পদক্ষেপ কী হবে।
আড়াই মাস আগে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছিল। চীনে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটানোর পর এখন ইউরোপের দেশ ইতালিতে এই ভাইরাস সবচেয়ে ভয়াবহ রূপ নিয়ে দেখা দিয়েছে।
সেখানে কোভিড-১৯ রোগে এক হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটেছে। আক্রান্তের সংখ্যাও ১৭ হাজারের বেশি। সম্প্রতি বাংলাদেশে যে তিনজনের দেহে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে তাদের দুজনই এসেছেন ইতালি থেকে।
ইতালি থেকে আসা আরও অনেককে ‘হোম কোয়ারেন্টিনে’ রাখার মধ্যে একসঙ্গে ১৪২ যাত্রীকে নিয়ে শনিবার ঢাকায় আসে এমিরেটসের ফ্লাইট। পরে ওই যাত্রীদের আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে রাখা হয়।
হজ ক্যাম্পে নেওয়ার পর ১৪২ যাত্রীর শরীর পরীক্ষা করা হয়। পরীক্ষায় কারও শরীরে করোনার উপসর্গ বা লক্ষণ পাওয়া যায়নি।
দুপুরে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সেব্রিনা ফ্লোরা বলেন, ইতালি ফেরত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় প্রাথমিকভাবে কারও দেহে এ ভাইরাস ধরা না পড়লেও তাদের দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে রাখা হবে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০