খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: আর কিছুদিন পরই ২১ তম ফুটবল বিশ্বকাপের পর্দা উঠবে রাশিয়ায়। বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছে বড় দল গুলো। সে হিসেবেই আজকের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ ছিলো ইটালি ও আর্জেন্টিনা।
ম্যাচ শুরু হওয়ার আগে জানা গেলো মাসেলের ইঞ্জুরিতে লিওনেল মেসি। এমন অবস্থায় কোচ সামপাওলি ম্যানচেস্টার সিটির ভ্যানু ইত্তিহাতে ছোট খাটো একটা স্কোয়াড নামিয়ে দিলেন। নিয়মিত একাদশ বসিয়ে নতুনদের সুযোগ দিলেন।
ম্যাচের শুরুর দিকে দূর থেকে শট নিলেন ডি মারিয়া। গোলকিপার যখন বুফন তখন অন্যকিছুই ভাবতে হবে ফরওয়ার্ডদের। তবে ১৮ মিনিটে বুফনকেও ভাবতে হলো মেসি বিহীন আর্জেন্টিনা কত ভয়ঙ্কর হতে পারে। ম্যাচের ৭৫ মিনিটে সেলসো’র সাথে ওয়ান টু ওয়ান খেললেন বানেগা। বানেগার শটে স্তম্ভ হয়ে দাঁড়িয়ে রইলো বুফন। বা পায়ের বুলেট শট তখন গোলের জালে জড়িয়ে পড়েছে।
ম্যাচ শেষের পাচ মিনিট আগে নতুন করে ফেরা গঞ্জালো হিগুয়াইনের বারিয়ে দেয়া বলে অসাধারণ ফিনিশিং করেন লানজিনি। শেষ পর্যন্ত ২-০ এর জয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
মেসি ছাড়াও আর্জেন্টিনা বেশ ভালো করেছে যা দলের জন্যে আশীর্বাদ স্বরূপ। ম্যাচ শেষে লিওনেল মেসি জানালেন, “আমি সবসময় খেলতে চাই, তবে বিশ্বকাপের পথ অনেক বাকি। তবে আগামী স্পেন ম্যাচে খেলার জন্যে আমি আশাবাদী।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০