এতদ্বারা রাজশাহী মহানগরী এলাকার সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৬ ডিসেম্বর ২০২১ খ্রিঃ তারিখে রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন ইউসুফপুর(আংশিক) ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন ৬টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ, রাজনৈতিক অধিশাখা-৪ স্মারক নং-৪৪.০০.০০০০.০৭৭.২১.০২৫.২০২১-২০৭ তারিখ-১৭/৬/২০২১খ্রিঃ অনুসরণে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ভোট গ্রহণের পূর্বে ০৫(পাঁচ) দিন, ভোট গ্রহণের দিন এবং ভোট গ্রহণের পরের ০৫ (পাঁচ) দিন; মোট ১১(এগারো) দিন অর্থাৎ ২১ ডিসেম্বর ২০২১ তারিখ হতে ৩১ ডিসেম্বর ২০২১খ্রিঃ তারিখ পর্যন্ত রাজশাহী মহানগরীর কাটাখালী থানার নির্বাচনী এলাকায় সকল ধরণের বৈধ অস্ত্রের লাইসেন্সধারীগণের অস্ত্রসহ চলাচল, অস্ত্র বহন বা প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে The Arms Act, 1878, ১৮৭৮ এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য যে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক নিরাপত্তা কর্মীদের অস্ত্র এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হিসেবে বিবেচিত হবে না।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০