বাঘা (রাজশাহী) প্রতিনিধি: ক্রয়সুত্রে মালিকানায় সোয়া বিশ শতাংশ জমি রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়ন পরিষদকে দান করেছেন, উপজেলার চকসিংগা গ্রামের বাসিন্দা,রাজশাহী-৬ আসনের (চারঘাট-বাঘা) নির্বাচিত সংসদ সদস্য,পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
শনিবার (১৩ অক্টোবর) দুপুরে কমিশনে দানপত্র দলিল দাখিল করা হলে দলিলের অনুমোদন দেন উপজেলার সাব-রেজিস্ট্রার তিথী রানি মন্ডল। বাঘা উপজেলার সাব-রেজিস্ট্রার তিথী রানি মন্ডল, শাহরিয়ার আলমের জমি দানের সত্যতা স্বীকার করে জানান, সরেরহাট মৌজায় ২৭৬ খতিয়ানে ৪টি দাগ মিলে সোয়া বিশ শতাংশ জমি, দানপত্র দলিল দাখিল করেন। দলিল লেখক সাহাবুদ্দিনের মাধ্যমে দাখিল করা হয়। তা অনুমোদন দেওয়া হয়েছে। (দলিল নম্বর ২৪৭৫/১৮)। দানপত্র দলিলটির বাজার মূল্য ৩ লক্ষ ৬২ হাজার টাকা বলে জানান তিনি।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,এতদিন ভবন নির্মাণের বরাদ্দ মিললেও জমির অভাবে তা সম্ভব হয়নি। মাত্র .৮শতাংশ জমির উপর নির্মিত ভবনেই চলছিল পরিষদের কাজকর্ম। এমনি সময়ে জমি দান করে সম্প্রীতির অনন্য নজির গড়লো পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ইউনিয়ন পরিষদের পূর্ব-দক্ষিন কোনে আব্দুল গনি কলেজ সংলগ্ন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দান করা জমিতেই নির্মিত হবে আধুনিক মডেলের ইউনিয়ন পরিষদের নতুন ভবন।
খবর২৪ঘণ্টা.কম/জন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০