খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার সুচিকিৎসার জন্য রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার দাবিতে দেশের সকল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন দলটির নেতারা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকার জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি জমা দেয়া হয়।
বিএনপি ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, ঢাকা জেলা সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক ও মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকার প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের কাছে এই স্মারকলিপি জমা দেন।
বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক(ঢাকা বিভাগ) আব্দুস সালাম আজাদ বলেন, ‘আমরা আজকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে অবিলম্বে আমাদের নেত্রী খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে স্থানান্তরের দাবি জানিয়েছি।’
তিনি বলেন, ‘আমরা সরকারকে বলে দিতে চাই, দেশনেত্রীর কিছু হলে এর দায়-দায়িত্ব আপনাদেরকে নিতে হবে।’
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০