খবর২৪ঘন্টা আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২২ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে বেশিরভাগই খারকিভ বিমানবাহিনী বিশ্ববিদ্যালয়ের ক্যাডেট। তাদের প্রশিক্ষণ দেয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক কর্মকর্তারা। খবর বিবিসির।
শুক্রবার রাতে পূর্ব ইউক্রেনের চুগিয়েভ শহরের কাছে নামার সময় অ্যান্টোনোভ এএন-২৬ নামে বিমানটি বিধ্বস্ত হয়।
জরুরি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, প্রশিক্ষণ ফ্লাইটে ২৭ জন আরোহী ছিলেন। এর মধ্যে ২২ জনের মৃত্যু হয়েছে। পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণও অনুসন্ধান করা হচ্ছে।
জানা যায়, চুগিয়েভ শহরের একটি সামরিক বিমানবন্দর থেকে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত নামতে নামতে হঠাৎ বিমানটিতে আগুন ধরে যায় এবং পরে সেটি বিধ্বস্ত হয়। আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারদের অবস্থাও ভালো না।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০