খবর২৪ঘণ্টা ডেস্ক: আওয়ামী লীগ একটি পেশাদার মিথ্যাচারী দল বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।
রিজভী বলেন, আসলে আওয়ামী লীগ পেশাদার মিথ্যাবাদী দল। এরা যে কতবড় জলজ্যান্ত মিথ্যা কথা বলার দল তার একটি নমূনা উল্লেখ করতে চাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে-২০০৮ এর নির্বাচনের সময় শেখ হাসিনা বলেছিলেন-১০ টাকা কেজি চাল খাওয়াবেন, কিন্তু ২০১০-১১ সালে চালের দাম যখন ৪৫-৫০ টাকা তখন ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানোর অঙ্গীকারের কথা বিরোধী দলসহ গণমাধ্যমের কলামিষ্ট-সাংবাদিকরা বক্তব্য-বিবৃতি ও লেখানির মাধ্যমে তা প্রচার করলে সেই অঙ্গীকারের কথা বর্তমান প্রধানমন্ত্রী
সরাসরি অস্বীকার করেন। তিনি বলেন, আমি ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানোর কথা বলিনি। কিন্তু ২০১১ সালে ঢাকায় বিএনপি’র একটি জনসভায় শেখ হাসিনার ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানোর বক্তব্যে ভিডিও জনসম্মুখে প্রচার করা হয়। সুতরাং মিথ্যা বলাকে আওয়ামী লীগ অনৈতিক কাজ বলে মনে করে না।
রিজভী আরও বলেন, আওয়ামী লীগের ‘টপ টু বটম’ মিথ্যার সংস্কৃতিতে অভিষিক্ত। উন্মাদ একদলীয় শাসন জারি রাখতে গিয়ে তারা সারাদেশে রক্ত ঝরাচ্ছে।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০