খবর২৪ঘণ্টা ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের সব বিভাগের আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতাদের সঙ্গে দুই ধাপে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৩০ জুন ও ৭ জুলাই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক করবেন তিনি।
আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, প্রথম ধাপের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে ৩০ জুন সকাল সাড়ে ১১ টায়। এ সভায় অংশগ্রহণ করবেন চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, রাজশাহী এবং বরিশাল বিভাগের ইউনিয়ন পর্যায়ের দলীয় চেয়ারম্যান, ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকরা। আর দ্বিতীয় ধাপে বর্ধিত সভা অনুষ্ঠিত হবে ৭ জুলাই সকাল সকাল সাড়ে ১১ টায়। ওই সভায় অংশগ্রহণ করবেন ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগ ও খুলনা বিভাগের ইউনিয়য়ের দলীয় চেয়ারম্যান, সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০