রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ট্রাক চাপায় আহত শিক্ষার্থী রায়হান প্রমানিক রিমেলের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা জনাব এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন একটি হুইল চেয়ার প্রদান করেছেন।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাবির শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরিতে রাবি উপাচার্য প্রফেসর জনাব গোলাম সাব্বির সাত্তার সাত্তার তাপু হুইল চেয়ারটি আহত শিক্ষার্থীর নিকট হস্তান্তর করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর জনাব চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর জনাব মো. সুলতান-উল-ইসলাম সহ ছাত্র উপদেষ্টা এম তারেক নূর স্যার, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে স্যার প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১ ফেব্রুয়ারি রাতে ক্যাম্পাসে বিশতলা একাডেমিক ভবন নির্মাণস্থলের সামনের সড়কে ট্রাক চাপায় গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী রায়হান প্রামানিক রিমেল গুরুতর আহত হয়। রিমেল বর্তমানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০