খবর২৪ঘণ্টা ডেস্ক: ঢাকার অদূরে আশুলিয়ায় দূরপাল্লার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা দুটি বাসে ধাক্কা দিয়েছে। এতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরো দুই যাত্রীকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রেরণ করেছে ফায়ার সার্ভিস।
আজ বৃহস্পতিবার ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর বেতার কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত দুজনের নাম জাহাঙ্গীর ও জলিল এবং তারা দুজনই পাবনা জেলার বাসিন্দা বলে জানা গেছে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার ভোরে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আহাদ পরিবহনের দুটি দূরপাল্লার বাস নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বেতার কেন্দ্রের সামনে যাত্রী নামাচ্ছিল। এসময় পেছন থেকে দ্রুতগতিতে আসা এসআর প্লাস পরিবহনের অপর একটি এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা বাস দুটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় আহাদ পরিবহনের জাহাঙ্গীর ও জলিল নামে দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় একই পরিবহনের আহত আরো দুই যাত্রীকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রেরণ করে ফায়ার সার্ভিস।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০