নিজস্ব প্রতিবেদক : ডাক্তার যদি অসুস্থ হয় চেম্বার থাকে বন্ধ, বন্ধু যদি ফোন না ধরে মনটা থাকে মন্দ" এমন কথায় গানটি লিখেছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু। গানটিতে কন্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ানের শিল্পী লায়লা।
বন্ধু" শিরোনামের এই গানটি আগামীকাল ২৯ ডিসেম্বর রবিবার প্রকাশ হচ্ছে সিডি প্লাসের ব্যানারে। সুৃমন কল্যাণের সংগীতে তৈরি হয়েছে। গানটির গেয়ে লায়লা বলেন- মজার একটি গান হলেও, একদম বাস্তব কথায় সাজানো। সুর হয়েছেও মনের মতো। গানটি স্টেজে বেশ জমবে, টিভিতেও ভালো চলবে। আশা করছি গানটি জনপ্রিয় হবে।
সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু বলেন- করোনাকালীন যখন বিপদের সময় অনেক ডাক্তারী চেম্বার বন্ধ ছিল, তখন বিপদের সময় অনেক বন্ধু ফোনও রিসিভ করেননি৷ তখন বাস্তবতা দেখে এই গানটি লিখেছিলাম। যা কথায় সুরে পূর্ণতা পেয়েছে। আমার লেখা এই গানটি লায়লা চমৎকার গেয়েছে।
বিএ..
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০