নিজস্ব প্রতিবেদক: দলে অনেক অনুপ্রবেশকারী ঢুকেছে তাদের বাদ দিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ। বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা আ'লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, ২০১৪ সালের পরে যারা দলে যোগ দিয়েছে তাদের পদে রাখা যাবেনা। যারা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেছে তাদের গুরুত্বপূর্ণ পদে রাখা যাবেনা। যারা পিঠ বাঁচানোর জন্য যোগ দিয়েছে তাদের গুরুত্বপূর্ণ পদে রাখা যাবেনা। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দলকে গুরুত্ব দিতে হবে। দলের মনোনয়ন নিয়ে নির্বাচিত হওয়ার পর অনেকে দূরে সরে যান। দলের কর্মীদের বাদ দিয়ে নিজস্ব বলয় তৈরি করেন। পদে না থাকলে কেউ পাশে থাকবে না। ১৯৭৫ সালের পর দল ২১ বছর ক্ষমতায় ছিল না। তারপরও দল অনেক শক্তিশালী ছিল। ঢাকা সিটি নির্বাচন নিয়ে তিনি বলেন, ঢাকা সিটি নির্বাচন অনেক ভালো হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ৫৫ লাখ এর ভোটারের শহর ঢাকা। তারপরও কোনো সমস্যা হয়নি। শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠান অনুষ্ঠিত করার জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য নির্বাচন কমিশন। ইভিএমে কেউ কারো
ভোট দিতে পারেনা। তাই ইভিএম নিজেই পোলিং এজেন্ট এর কাজ করে। বিএনপির আজগুবি তথ্য ও যুক্তি উপস্থাপন করে বিভ্রান্ত করছে। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, এসব আজগুবি তথ্য উপস্থাপন না করে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মেনে নিন এবং দলের নেতাকর্মীদের পাশে থাকুন আস্থা অর্জন করুন নিজেদের লাভ হবে। রাজশাহী জেলা আ'লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারার আরো প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আ'লীগের জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, আ'লীগের সদস্য সদস্য বেগম আখতার জাহান, ডাক্তার মেরিনা জাহান কবিতা, রাজশাহী-৪ আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক ও রাজশাহী-৩ আসনের এমপি জেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন এমপি। প্রতিনিধি সভায় আ'লীগের বিভিন্ন পর্যায়ের সভাপতি-সেক্রেটারি উপস্থিত ছিলেন।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০