খবর ২৪ঘণ্টা ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে পুরো ফুটবল জগত। এরইমধ্যে আজ থেকে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হচ্ছে। আজ আসরের অন্যতম ফেভারিট আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে শক্তিশালী ফ্রান্স।
তবে বিশ্বকাপের জ্যোতিষী অ্যাকিলিস মেসিদের জন্য নিয়ে এলো সবচেয়ে বড় সুসংবাদ। আর্জেন্টিনা বনাম ফ্রান্সের ম্যাচে মেসিরই এগিয়ে রাখছে এই রুশ বিড়াল। জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস মনে করছে, নক-আউট পর্বের আজকের ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে মেসিরাই শেষ হাসি হাসবে।
রাশিয়ার রণভূমিতে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের ম্যাচে আর্জেন্টিনাকেই জয়ী হিসেবে বেছে নিয়েছে অ্যাকিলিস। ফ্রান্স ও আর্জেন্টিনা পতাকা দেওয়া দু'টি বোলের মধ্যে খাবার রেখে তার সামনে অ্যাকিলিসকে ছেড়ে দেওয়া হয়। বিন্দুমাত্র অপেক্ষা না করে আর্জেন্টিনার বোলটি থেকে খাবার বেছে নিয়ে মেসিদেরকেই সম্ভাব্য জয়ী দল বলে জানিয়েছে ঐ বিড়াল।
https://www.youtube.com/watch?time_continue=4&v=neowuzPdmgs
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০