আর্জেন্টিনায় বিষাক্ত মাদক সেবন করে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে অনেকেই।
বুধবার (২ ফেব্রুয়ারি) দেশটির বুয়েন্স আয়ার্স প্রদেশে এই ঘটনা ঘটে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, বিষাক্ত কোকেন সেবনের পর ২০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে ৫০ জনের বেশি হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
নিহতদের মধ্যে কারও কারও আফিমের নেশা ছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০