খবর২ ৪ঘণ্টা, ডেস্ক: লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় বামপন্থি নেতা আলবার্তো ফার্নান্দেজ দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। খবর বিবিসির।
সম্প্রতি দেশটিতে অর্থনৈতিক সংকট প্রকট আকার ধারণ করার মধ্যেই অনুষ্ঠিত হল প্রেসিডেন্ট নির্বাচন।
৪৫ শতাংশের বেশি ভোট পেয়েছেন ফার্নান্দেজ। নির্বাচনে তিনি ক্ষমতাসীন কনজারভেটিভ দলের মৌরিসিও ম্যাক্রিকে পরাজিত করেছেন।
ভোটের ফলাফল প্রকাশের পর ফার্নান্দেজের নির্বাচনী সদর দফতরে তার সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন। সাম্প্রতিক সময়ে দেশটির অর্থনৈতিক সংকট এতটাই বেড়েছে যে, সেখানকার প্রায় এক তৃতীয়াংশ মানুষ দরিদ্রসীমার নিচে চলে গেছে। এটিই হবে নতুন প্রেসিডেন্টের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
খবর ২৪ঘণ্টা/ জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০