রয়েল খান স্পোর্টস ডেস্ক: আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ভাই মাথিয়াস মেসিকে (৩৫) শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ। মাথিয়াসের রক্তাক্ত বোট থেকে পিস্তল উদ্ধার হওয়ার পর তার খোঁজ শুরু করে পুলিশ।
মাথিয়াসের দাবি, তার মোটর বোট দুর্ঘটনায় পড়েছিল। সিকিউরিটি গার্ডকে জানান, যখন তার বোট একটি ফিশিং ক্লাবে পৌঁছায় তখন স্যান্ডব্যাংকের সঙ্গে ঘর্ষণে তার মুখে কিছুটা অংশ কেটে যায়।
তবে রক্তাক্ত বোটে পিস্তল থাকায় সন্দেহ দানা বাঁধে। দেশটির রাষ্ট্রপক্ষের আইনজীবী জোস লুইস কাটেরিনা মাথিয়াসের গ্রেফতারের আবেদন জানান। তিন মাস আগেও মাথিয়াসের বিরুদ্ধে মৃত্যুর অভিনয় করার অভিযোগ উঠেছিল। তারপর সে জানিয়েছিল, দুর্ঘটনার পর সে নিজেই গাড়ি চালিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিল।
এই প্রথম নয়, আগেও বহুবার আর্জেন্টাইন ফুটবল আইকনের ভাইয়ের বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগ উঠেছে। গত বছর তার গাড়ি থেকেও পিস্তল উদ্ধার হয়। অতীতে মাদক সেবনের জন্য মাথিয়াসের ৪৭০ ইউরো জরিমানাও হয়।
২০০৮-এ কোমরে বেল্টের সঙ্গে পিস্তল রাখায় জন্য গ্রেফতার হয়েছিল মেসির 'কুখ্যাত' ভাই।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০