আরো ১০ জেলায় জেলা প্রশাসক পদে নিয়োগ দিয়েছে সরকার। এসব জেলার জেলা প্রশাসকদের প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয়ে বদলী করা হয়েছে।
রোববার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহা.রফিকুল ইসলামকে বরগুনা জেলার ডিসি,নৌ-প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারকে যশোরে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব দেবী চন্দকে হবিগঞ্জে, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার-২ (উপসচিব) মোহা. খালিদ হোসেনকে বাগেরহাটে, নারায়গঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলামকে বরিশালে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের মহাব্যবস্থাপক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদকে ভোলায়, স্থানীয় সরকার বিভাগের উপসচিব শাহেদ পারভেজকে নেত্রকোনায়,আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব মো. নুর কুতুবুল আলমকে পটুয়াখালীতে, বিদ্যুৎ বিভাগের উপসচিব শেখ রাসেল হাসানকে সিলেটে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. এহেতেশাম রেজাকে কুষ্টিয়ার জেলা প্রশাসক পদে নিয়োগ দেয়া হয়েছে।
এর আগে গত বৃহস্পতিার (৬ জুলাই) ১০ জেলা ডিসি নিয়োগ দেয়া হয়েছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০