আরসিআরইউ’র নির্বাহী সদস্য মৌলি’র মৃত্যুতে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক :
রাজাশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) নির্বাহী সদস্য হাবিবা খাতুন মৌলি’র মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে রাজশাহী কলেজের হাজী মোহাম্মদ মহসীন ভবনের গ্যালারী কক্ষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আরসিআরইউ’র সভাপতি শামসুননাহার সুইটির সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আল-ফারুক চৌধুরী, আরসিআরই’র উপদেষ্টা সৈয়দ আলী আহসান, আজমত আলী রকি, প্রভাষক মোস্তাফিজুর রহমান, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ও গবেষক ওয়ালিউর রহমান বাবু, নিহত মৌলির বাবা আরমান আলী।
আরো উপস্থিত ছিলেন সময় টিভির রিপোর্টার রাকিবুল হাসান, আরসিআরইউ’র সাবেক নির্বাহী সদস্য ওমর ফারুক, ঈষিতা পারভিন, সাধারণ সম্পাদক এম ওবাইদুল্লাহ, দপ্তর সম্পাদক বাবর মাহমুদ, নির্বাহী সদস্য বাসির ফুয়াদ, সদস্য আবু হানযালা, মোফাজ্জল হোসেন, মরিয়ম সাথী, সহযোগী সদস্য মৌমিতা চাইনা, নাজমুন নাহার নেহা, বিকিকা বালা, হাদিসুর রহমান, রুকাইয়া মীম, বাদশা বুলবুল, রোকসানা পারভিন প্রমুখ।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং পবা উপজেলার মুরারীপুর গ্রামের আরমান আলীর মেয়ে।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০