খবর ২৪ ঘণ্টা ডেস্ক: বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট যখন ভূমিধস বিজয়ের দিকে অগ্রসর হচ্ছে তখন এ জয়ের মধ্যমণি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আরও একবার জিতেছে ভারত। ওদিকে তার এমন বিজয়ে এরই মধ্যে অভিনন্দন জানিয়েছে চীন। প্রেসিডেন্ট সি জিনপিং মোদির
নেতৃত্বে এমন বিজয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে। এতে বলা হয়, চীনের প্রেসিডেন্ট সি জিনপিং বৃহস্পতিবার মোদির নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্সের (এনডিএ) নির্বাচনী বিজয়ে অভিনন্দন জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে সি জিনপিং দুই দেশের মধ্যকার সম্পর্কের গুরুত্বের
কথা তুলে ধরেছেন। পাশাপাশি তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার ‘ক্লোজার ডেভেলপমেন্ট পার্টনারশিপ’কে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন। দুই দেশের মধ্যকার কয়েক বছরের সম্পর্কের বিষয়েও তিনি সন্তোষ প্রকাশ করেছেন।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০