নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ ১২ থানায় পুলিশ পরিদর্শক (ওসি) পদে রদবদল করা হয়েছে।
বুধবার (১৪ আগষ্ট) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার (আরএমপি) বিপ্লব বিজয় তালুকদার এই বদলির আদেশে স্বাক্ষর করেন।
আরএমপি সূত্রে জানাগেছে, নগরীর অপরাধ শাখার ওসি এসএম মাসুদ পারভেজকে বোয়ালিয়া মডেল থানায়, নগর গোয়েন্দা শাখার ওসি মোঃ মশিউর রহমানকে রাজপাড়া থানায়, শাহমখদুম থানার ওসি ইসমাইল হোসেনকে চন্দ্রিমা থানায়, মেট্রো কোর্ট পরিদর্শক আরিফুল ইসলামকে মতিহার থানায়, পবা থানার ওসি (তদন্ত) মো: আশিক ইকবালকে কাটাখালি থানায়, এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) মো:আব্দুর রাজ্জাককে বেলপুকুর থানায়, নগর বিশেষ শাখার ওসি মো: নুরুজ্জামানকে কাশিয়াডাঙ্গা থানায়, চন্দ্রিমা থানার ওসি (তদন্ত) মো: সিদ্দিকুর রহমানকে দামকুড়া থানায়, এয়ারপোর্ট থানার ওসি মোহা: মনিরুজ্জামানকে কর্নহার থানায়, বেলপুকুর থানার ওসি মামুনুর রশীদকে শাহমখদুম থানায়, মতিহার থানার ওসি (তদন্ত) শাহিন আকতারকে এয়ারপোর্ট থানায় এবং নগর গোয়েন্দা শাখার ওসি মো: জাহাঙ্গীর আলমকে পবা থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।
বিএ..
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০