নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর মতিহার থানার এসআই শাহাবুলের বিরুদ্ধে গৃহবধূকে যৌন হয়রানিসহ মিথ্যা মামলায় জড়িয়ে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরেত একক থানায় থাকায় তিনি মিথ্যা মামলায় মানুষকে ফাঁসানোসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এ নিয়ে নগরীর মতিহার থানার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে আরএমপি পুলিশ কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মতিহার থানার এসআই শাহাবুল ইসলাম দীর্ঘদিন ধরে এতকই থানায় থাকার কারণে এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে থেকে মাসিক টাকা নিয়ে মাদক ব্যবসা করার সুযোগ দিচ্ছেন। যারা মাদক ব্যবসা করছে তারা হলেন, মাদক সম্রাট পালা ও কাদো । কিছুদিন আগেও পালা ও কাদোকে আটক করে দুই লক্ষ টাকা নিয়েছে ছেড়ে দিয়েছে এস আই শাহাবুল ও এ এস আই আনোয়ার। পালা ও কাদো কে হাতে রেখে এস আই সাহাবুল নিরিহ মানুষকে আটক করে মোটা অংকের টাকা দাবি করেন। টাকা না দিলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন। কিছুদিন আগে ডাসমারি শ্যামপুর এলাকার
এবাদতকে আজিজুলের মোড় থেকে কোন মাদক ছাড়াই আটক করে এসআই শাহাবুল। পরে আটককৃত পরিবারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। এবাদতের পরিবার সেই টাকা দিতে অস্বীকার করলে ২৬ গ্রাম হেরোইন দিয়ে মিথ্যা মামলা দেয়। একই দিনে চরশ্যামপুর এলাকার শরিফ, পিতা আকবর আলীকে কোন কিছু ছাড়ায় আটক করে থানায় নিয়ে গিয়ে ২৬ গ্রাম হেরোইনসহ মামলা দেয়। অপরদিকে, ওই দিনে চরশ্যামপুরের মোবারক এলাকায় না থাকলেও মিথ্যা পলাতক আসামী করে দুইটি মাদক মামলা দায়ের করে তার বিরুদ্ধে। এলাকার মোস্তাকিন নামের এক রিক্সা চালককে রাস্তা থেকে আটক করে থানায় নিয়ে গিয়ে তার পরিবারের কাছে টাকা দাবি করলে দিতে না পারায় তাকে হেরোইনসহ মামলা দেয়। বর্তমানে সে জেল হাজতে আছে। এভাবেই গত ৭ দিন আগে কোলিডোর মোড় এলাকার হাসান নামের একজন কে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হেরোইন দিয়ে মামলা দেয় এসআই শাহাবুল।
এদিকে, গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগ তুলে আরো বলা হয়েছে, সম্প্রতি ডাশমারি এলাকার এক গৃহবধূ কুপ্রস্তাবে রাজি না হলে মাদকসহ মামলা দেয়ার হুমকি দেয়। মতিহার থানায় এসআই শাহাবুল দীর্ঘদিন যাবত থাকার সুবাদে এলাকার মাদক সিন্ডিকেটের সাথে জড়িয়ে পড়েছে। মাদক ব্যবসায়ীদের কাছে থেকে আর্থিক সুবিধা নিয়ে তাদের কে আটক না করে এলাকার নিরীহ সাদামাটা মানুষদের আটক করে মোটা অঙ্কের টাকা দাবি করে। এ বিষয়ে আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, মতিহার থানার এস আই শাহাবুলের বিরুদ্ধে এর আগেও অনেকে অভিযোগ আছে। অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০