রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দুই থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল হয়েছে। আজ শনিবার সকালে আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই দুই থানার ওসিকে রদবদল করা হয়। থানা দুটি হচ্ছে এয়ারপোর্ট ও কাটাখালি। আরএমপির কাশিয়াডাঙ্গা থানার ওসি (তদন্ত) মশিউর রহমানকে এয়ারপোর্ট থানার ওসি হিসেবে ও এয়ারপোর্ট থানার ওসি নুর আলম সিদ্দিককে কাটাখালি থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বলেন, দুই থানার ওসি পদে রদবদল হয়েছে। এয়ারপোর্ট থানার ওসি করা হয়েছে কাশিয়াডাঙ্গা থানার ওসি তদন্ত মশিউর রহমানকে ও এয়ারপোর্ট থানার ওসি নুর আলম সিদ্দিককে কাটাকালি থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
পুলিশ কমিশনার স্যার এক আদেশে থানার ওসি পদায়ন ও রদবদল করেন।
উল্লেখ্য, ড্রেস কোড না মানায় ১৭ মার্চ রাতে কাটাখালি থানার ওসি জিল্লুর রহমানকে ক্লোজড করা হয়। তারপর থেকে ওই থানায় ওসি দায়িত্বে ছিলেন ওসি তদন্দ মতিয়ার রহমান। শনিবার নতুন করে ওসি পদে পদায়ন করা হয়।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০